Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া:

আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীন উপজেলা পর্যায়ের একটি দপ্তর। এই দপ্তর থেকে গবাদি-প্রাণি ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান, টিকাবীজ বিক্রয় সেবা, খামার স্থাপন সম্পর্কে পরামর্শ প্রদান এবং গাভীর কৃত্রিম প্রজনন সেবা দেওয়া হয়। দপ্তরটি উপজেলা কমপ্লেক্স ও মূল শহর থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিনে এবং আখাউড়া-কসবা মূলসড়কের পূর্বপাশ্বে আখাউড়া পৌরসভার অন্তর্গত রাধানগর নামক স্থানে অবস্থিত।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কার্যপরিধি সম্পর্কে বিভিন্ন তথ্য:

০১)          অসুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান,

০২)         গবাদিপশু ও হাঁস-মুরগির নমুনা (গোবর/রক্ত/ইত্যাদি) পরীক্ষা এবং প্রয়োজনবোধে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে প্রেরণ করা,

০৩)         গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাবীজ সরবরাহ/বিক্রয়,

০৪)         উন্নত জাতের ঘাসের বীজ/কাটিং সরবরাহ (প্রাপ্তি সাপেক্ষে),

০৫)         প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক কৃষক প্রশিক্ষন,

০৬)         রোগাক্রান্ত এলাকা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ,

০৭)         গবাদিপশু ও হাঁস-মুরগির রোগাক্রান্ত এলাকা পরিদর্শণ, নমুনা সংগ্রহ, রোগ নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,

০৮)         ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগী নির্বাচন, ঋণ বিতরণ ও ঋণ আদায়,

০৯)         ব্যাক্তি মালিকানাধীন গবাদিপশু ও হাঁস-মুরগির খামার স্থাপনে উদ্বুদ্ধকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন,

১০)        প্রাকৃতিক দূর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগীতায় গবাদিপশু ও হাঁস-মুরগির জরুরী চিকিৎসা, টিকাদান ও ত্রাণ বিতরণ,

১১)        উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগির খামারী/কৃষককে অনুদান প্রদান,

১২)        রোগাক্রান্ত এলাকা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ,

১৩)        কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনিত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহণ, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করণ।

১৪)        জবাই ও মাংস প্রক্রিয়াকরণের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স প্রদান।

১৫)        বাণিজ্যিক খামারের লাইসেন্স প্রদান।

১৬)        পশুখাদ্য বিক্রেতা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান।